train-এর ব্লগ

প্রিন্ট প্রকাশনা

আমার ছেলে বেলার কিছু কথা…

লিখেছেন: train

আমি আমার ছেলে বেলার কিছু কথা বলার চেষ্টা করছি। কাউকে কষ্ট কিংবা দুঃখ দিতে নয়। বাচ্চা বয়সে সবার মনেই থকে কৌতুহল আর চাহিদা থাকে ভাল কিছু খাবার। চকোলেট বা ইত্যাদি । আমার তেমন অবস্থাই ছিল। তার পরেও কি লিখব জানেন?

অনেক কিছুই আছে যা এই প্রথম হয়তো আপনি শুনবেন। আমি বল্বো আর আপনি পড়বেন  তাহলে আসুন এবার বলা শুরু করি। আমার প্রথম বলাটা শুরু করা দরকার একজন শিক্ষক কে নিয়ে যার নাম- শ্রী নির্মলেন্দু আচার্য। এই লোকটি আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন কিছু দিন। তার পর কী হয়েছেন জানি না। তবে আমাদের ইংরেজী পড়াতেন তিনি। এই সুবাধে আমার কিছু বন্ধু তার কাছে প্রাইভেট পড়ার জন্য প্রস্তুত হয়।

(ঘুমের কারনে লেখাটা আজ এই পর্যন্তই থাক…)

এ লেখার লিংক: http://projonmoblog.com/train/26263.htmlমন্তব্য করুন