monirullah-এর ব্লগ

প্রিন্ট প্রকাশনা

ক্লান্ত দুপুর

লিখেছেন: monirullah

কিচির মিচির ডাকে
ঐ যে নদীর বাঁকে
পাক-পাখালীর দল,
মৃদু হাওয়ায় ঢেউ তুলে
সকল ক্লান্তি যায়
ভূলে
নদীর শান্ত জল।।

হাসছে যেন কাশফুল
শুনে মধুর সুর,
লাগছে ভালো ভীষণ
ক্লান্ত এই দুপুর!!

সবুজ শ্যামল বন-
বনানী
সারি সারি গাছ,
নদীর জলে সাঁতার
কাটে
ছোট বড় মাছ!

দেখছি অবাক চোখে
ঐ যে নদীর বাঁকে,
গাছের শাখে পাক-
পাখালী
কিচির মিচির ডাকে।

এ লেখার লিংক: http://projonmoblog.com/monirullah/29354.htmlমন্তব্য করুন