সকাল বেলায় সূর্য্য
উঠে
ডোবে সন্ধ্যা বেলা,
সারাটা দিন ভূবন জুড়ে
দেখি আলোর খেলা।
দুপুর বেলায় ক্লান্ত হয়ে
যায় যে সবার মনটা,
সাঁঝের বেলায়
সূয্যি মামার
বাজে বিদায় ঘন্টা।
রাতের বেলায় চাঁদ-
তারা আর
দিনে সোনার রবি,
কী চমৎকার! চোখ
জুড়ানো
আমার দেশের ছবি!