Mamun Bd-এর ব্লগ

প্রিন্ট প্রকাশনা

ভয়াবহ নাশকতায় চরম অনিশ্চয়তায় স্ট্যান্ডার্ড গ্রুপের ৫৫ হাজার শ্রমিকের জীবন

লিখেছেন: Mamun Bd

অামি স্ট্যান্ডার্ড গ্রুপের কর্মরত একজন কর্মচারী। ১৬ মে ২০১১ থেকে অদ্যবতি পর্যন্ত কর্মরত। Employer Id :95660. গত অাড়াই বছরে চাকুরি কালীন সময়ে অামি কখনোও দেখেনি কোন শ্রমিকের বেতন-ভাতা সহ অন্যান সকল সুযোগ সুবিধা পেতে কোনরুপ নূন্যতম অসন্তোষ। অতি সাম্প্রিতিক কিছু কথা যেমন :
নূন্যতম মজুরী বৃদ্ধির দাবিতে সারাদেশের গার্মেটস কারখানায় ছড়িয়ে যাওয়া অন্দোলনের প্রভাব অামাদের কারখানায়ও পড়ছে। চলতি নভেম্বর মাসের ১১/১২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত প্রায় ২ সপ্তাহ ১৮ হাজার শ্রমিকের কোনাবাড়ী ইউনিট সহ অনেক ইউনিট বন্দো ছিল। তারপরেও মজুরী বোর্ড কর্তক নতুন মজুরী নির্ধারণ সহ সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধে অকোম্পানী অত্যান্ত ান্তরিক ছিলেন। যা গত ২৬ নভেম্বর থেকে পরিশোধ করে অাসছে। অাগামী ২ দিনের মধ্যে সেটা সমপূর্ণ করা হতো। মজার ব্যাপার হলো অামাদের গ্রুপের ১৭ টি ইউনিটের মধ্যে যদি কোন ১টি কারখানা অসন্তোষের কারণে বন্দো থাকে তবে অন্য ইউনিটে কাজ চললে সেখানকার শ্রমিকেরা যারা কাজ চালিয়ে যাবেন তাদেরকে কোম্পানী দৈনিক হাজিরার সাথে অারও অতিরিক্ত ১২৫/- করে পরিশোধ করবেন বলে ঘোষনা দিয়েছেন। যা শৃংখলা ভাতা নামে পরিচিত। ইতিমধ্যে দু’ধফায় কোম্পানী অামাদের এটা পরিশোধ করেছেন।
সরকার কর্তক নূন্যতম মজুরী বাস্তবায়েন পাশাপাশি কোম্পানী অামাদের হাজিরা বোনাস ৩০০/- টাকা থেকে বাড়িয়ে ৫০০/- নির্ধারণ করেছে। যা ১ ডিসেম্বর হতে কার্যকর হবে। সবচেয়ে উল্লেখ
যগ্য বিষয় হলো গত দুটি ঈদে ঈদ বোনাস, চলমান মাসের বেতন-ভাতার পাশাপাশি পরবর্তী মাসের বেতনও এডভান্স দিয়ে দিলো। অামার কাছে অারও ভাল লাগে অাযানের সাথে সাথে অামরা সকলে যখন কাজ বন্দো করে জামাতের সাথে নামাজ অাদায় করি।
এরকম একটা সু-শৃংখল শিল্প প্রতিষ্ঠানে করা কি উদ্দেশ্যে শ্রমিক অসন্তোষের নামে মসজিদের মাইক থেকে গুজব ছড়িয়ে স্ট্যান্ডার্ড গ্রুপের সতেরটি ইউনিটের ৫৫ হাজার শ্রমিকে গভীর অনিশ্চয়তায় ঠেলে দিল।

Md. Mamun

এ লেখার লিংক: http://projonmoblog.com/mamun-bd/25592.html

 1 টি মন্তব্য

  1. আজাদ মাষ্টার

    একটা সময় জমজমাট ছিলো জুট মিলগুলো । কিন্তু নানা ধরনের রাজনৈতিক কর্মসূচীতে লোক জমায়েতের জন্যে সেইগুলাকে ব্যবহার করে , পার্টিজান রাজনীতি দিয়ে এই শিল্পটাকে  নসাৎ করে দেওয়া হয় । প্রতিবার নির্বাচনের আগের মৌসুমে পয়সা পাতি দিয়ে এই শিল্পকে অস্থিতিশীল করে তোলা হয় , এই সংস্কৃতি হতে বের হতে না পারলে পোষাক শিল্প জুট মিলসগুলার মতো জীর্ণ দশা হতে খুব বেশী সময় লাগবে না ।

মন্তব্য করুন