Dhrubotara-এর ব্লগ

প্রিন্ট প্রকাশনা

বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম রবিউল হোসেন কচির ৫ম মৃত্যু বার্ষিকী

লিখেছেন: Dhrubotara

২৯শে মার্চ আমাদের পরম শ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা সেক্টর ১ এর অসীম সাহসী গেরিলা টিম K-C ii এর নেতৃত্বদানকারী, (১৯৭১ এর অক্টোবর মাসে ঘঠিত মুক্তিযুদ্ধ হাইকমান্ড প্রচার সেল গঠিত হয়, যার একটি ছিল জয় বাংলা , দেওয়ান মাহমুদ আহমেদ ও রবিউল হোসেন কচি ছিলেন এই প্রচার সেল প্রধান) সাবেক সফল নোয়াখালী পৌরসভার চেয়ারম্যান, সাবেক সিনিয়র সহসভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ নোয়াখালী জেলা শাখা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কেন্দ্রীয় কাযকরী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্থা-ভাজন জননেতা মরহুম রবিউল হোসেন কচির ৫ম মৃত্যু বার্ষিকী । মৃত্যু বার্ষিকী উপলক্ষে নোয়াখালী পৌরসভায় আয়োজিত অনুষ্ঠানের মধ্যে প্রয়াত নেতার কবরে সকাল ১১টায় শ্রদ্ধাজলী ও ফাতেহা পাঠ, জেলা জামে মসজিদে সকাল থেকে পবিত্র কুরআন তেলোয়াত, নোয়াখালী জেলা আওয়ামীলীগ অফিসে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন এবং বাদ মাগরিব নোয়াখালী পৌরসভার সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে । উক্ত আয়োজনে সকলকে অংশগ্রহনের অনুরোধ জানান বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি মেমোরিয়াল ফাউন্ডেশন ।

এ লেখার লিংক: http://projonmoblog.com/dhrubotara/29150.htmlমন্তব্য করুন