anutri-এর ব্লগ

প্রিন্ট প্রকাশনা

আমার দিনলিপি -৩

লিখেছেন: anutri

সাল ১৯৯৯ , মফস্বল থেকে এসে ঢাকায় ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি । চাচার বাসায় থাকি । বাবা , চাচার কাছে আমার ভরণ পোষণের টাকা পাঠান । চাচা , প্রতিদিন আমাকে ৩০ টাকা হাত খরচ বাবদ দেন । যার ২০ টাকা রিক্সা ভাড়া বাবদ চলে যায় । বাকি ১০ টাকা আমার সবেধন নীলমণি । বলাই বাহুল্য ততদিনে আমি সিগারেটের প্রেমে পরেছি । আমাদের কলেজের সামনে একটা খাবার দোকান ছিল । সিঙরা ,ছমুছা ,বিস্কিট ,চা টাইপ । আমি তখন মাঝে মাঝেই ,সিঙরা ,ছমুছা আর আমার পাঁচ মিনিটের প্রেমিকার সাথে দেখা করতে খাবার দোকানে যেতাম । দোকানদের চেহারা আর ব্যবহার ছিল অতি বাজে । সারাদিনই আমাশার রোগীদের মত খ্যাচখ্যাচ করতেন । কলেজের সামনে আর কোন দোকান ছিল না বোলে ,ঐ খ্যাচখ্যাচ উপেক্ষা করে আমাদের যেতে হত । ২০০১ সালে ইন্টার পাশ করার একযুগ পড়ে আজ সেই দোকানে গিয়েছি । দোকান আর দোকানদার আগের মতই আছেন । শুধু দোকানটি আগের চেয়ে একটু বড় হয়েছে । আমি দোকানদারের দিকে এগিয়ে গিয়ে বললাম , ভাই আমি এখানে এই কলেজে পরতাম , ১২-১৩ বছর আগে প্রায়ই আপনার দোকানে আসতাম। আপনি কি আমাকে চিনতে পেরেছেন ? দোকানদার দোকান থেকে নেমে আমাকে জড়িয়ে ধরলেন । আমি যতই ছাড়াতে চাই , উনি ততই আমাকে জড়ান । পাঁচ মিনিট জড়াজড়ির পর আমকে ছাড়লেন । এরপর শুরু হল আতিথিয়তা , এমন শুরু করলেন যেন আমি তারেক আর জয়ের রিমিক্স ভার্সন । খাওয়া দাওয়ার পরে দাম দিতে যেই গেলাম , উনি পুরানো দিনের মত খ্যাচখ্যাচ শুরু করলেন । আমি ভয়েও আর বিল দেয়ার সাহস করলাম না । অনেক গল্পসল্প শেষে উনি আমাকে রিক্সা পর্যন্ত তুলে দিলেন । রিক্সায় যেতে যেতে , উনার দেয়া সিগারেটটার পরশ নিতে নিতে ভাবতে লাগলাম , আমার মত একজন আভাজন কে এতটা ভালবাসা উনি কেন দেখালেন ? এই অযাচিত ভালবাসার মানে কি? এর উৎস কোথায় ??? রিক্সা গন্তব্যে পৌঁছে গেল । কিন্তু আমি উত্তর পেলাম না ।

এ লেখার লিংক: http://projonmoblog.com/anutri/23738.html

 2 টি মন্তব্য

  1. jannatul.ferdous

    আমার দেশের মাটির মানুষ … পলি মাটির মন ……

    1. anutri

      @jannatul.ferdous,আপনার সাথে আমি একমত , লেখাটা পড়ার জন্য ধন্যবাদ । 

মন্তব্য করুন